কুমিল্লার
তিতাস উপজেলায় আশার আলো সমবায় সমিতি থেকে গ্রাহকদের পাওনা টাকা নিয়ে দুই
পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৪ জন আহত
হয়েছে। ৭জানুয়ারি দুপুর ২ টায় উপজেলার মাছিমপুর বাজারে এ ঘটনাটি ঘটে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাছিমপুর বাজারে পুলিশ মোতায়েন
রয়েছে।
আহতরা হলেন লিল মিয়া মেম্বার (৭০) রাশেদা আক্তার (৪০), বিল্লাল মাহমুদ(১৪) ও মো.আনিসুর রহমান (৩০)।
এসময়
আহতদের স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে
কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে লিল মিয়া মেম্বার ও রাশেদা আক্তারকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন।
এবিষয়ে আহত আনিস বলেন, লিল মিয়া
মেম্বারের ছেলে হাসান মাহমুদ অপু একটি এনজিও করে গ্রামের অনেক ক্ষুদ্র
ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তিন বছর ধরে তাদের টাকা দেম দিচ্ছি
করে দিচ্ছে না। আমার নিকট পাওনাদাররা বিচার দিয়েছে। আমি আজ সকালে
গ্রাহকদের টাকাগুলো দিয়ে দিতে বললে আমাকে থাপ্পড় মারে অপু তখন ঝগড়া হয়েছে।
এদিকে
এনজিওর মালিক অপু বলেন, আনিছ বাজারে বসে আমাকে গালমন্দ করে। আমির খবর পেয়ে
বাজারে গিয়ে আনিসের নিকট জানতে চাই তুমি আমাকে গালমন্দ কর কেনো? এসময় আনিস
আরো উত্তেজিত হয়ে তাদের ডেকে এনে আমার বাবার ওপর হামলা করে। বাবাকে বাচাতে
আমার বোন গেলে তাকেও মারধর করে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমি কুমিল্লা আছি। খবর পেয়ে ঘটনাস্থলে
পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।