বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১
তিতাসে গ্রাহকদের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত-৪
কবির হোসেন, তিতাস
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:০৮ এএম |


কুমিল্লার তিতাস উপজেলায় আশার আলো সমবায় সমিতি থেকে গ্রাহকদের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। ৭জানুয়ারি দুপুর ২ টায় উপজেলার মাছিমপুর বাজারে এ ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাছিমপুর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। 
আহতরা হলেন লিল মিয়া মেম্বার (৭০) রাশেদা আক্তার (৪০), বিল্লাল মাহমুদ(১৪) ও মো.আনিসুর রহমান (৩০)।
এসময় আহতদের স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে লিল মিয়া মেম্বার ও রাশেদা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন।
এবিষয়ে আহত আনিস বলেন, লিল মিয়া মেম্বারের ছেলে হাসান মাহমুদ অপু একটি এনজিও করে গ্রামের অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তিন বছর ধরে তাদের টাকা দেম দিচ্ছি করে দিচ্ছে না। আমার নিকট পাওনাদাররা বিচার দিয়েছে। আমি আজ সকালে গ্রাহকদের টাকাগুলো দিয়ে দিতে বললে আমাকে থাপ্পড় মারে অপু তখন ঝগড়া হয়েছে।
এদিকে এনজিওর মালিক অপু বলেন, আনিছ বাজারে বসে আমাকে গালমন্দ করে। আমির খবর পেয়ে বাজারে গিয়ে আনিসের নিকট জানতে চাই তুমি আমাকে গালমন্দ কর কেনো? এসময় আনিস আরো উত্তেজিত হয়ে তাদের ডেকে এনে আমার বাবার ওপর হামলা করে। বাবাকে বাচাতে আমার বোন গেলে তাকেও মারধর করে। 
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমি কুমিল্লা আছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।













সর্বশেষ সংবাদ
সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে
লন্ডনে মা-ছেলের আবেগঘন মিলন
১৫ জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক
সুলতানপুর ব্যাটালিয়নবিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ক্লাবের নির্বাচন প্রথম দিনে ১১টি মনোনয়ন ফরম বিক্রি
কুমিল্লা মহানগর ২৭ নং ওয়ার্ড বিএনপি'র আহবায়ক কমিটি গঠিত
কুমিল্লায়গ্যাস সংকটে চুলায় জ্বলছে না আগুন
নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছায় ঢাকা ছাড়লেন খালেদা জিয়া
দুই শতাধিক মানুষের মাঝে কুমিল্লায় বিজিবির শীতবস্ত্র বিতরণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২