লাকসাম
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের
দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন
করেছে।
ওইদিন সকালে লাকসাম উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করে লাকসাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মানববন্ধন
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাকসাম উপজেলার
শাখার সদস্য জাহিদ হোসেন, মেজবাহ উদ্দিন সিয়াম, তারেক হোসেন প্রমুখ।
এ
সময় বক্তারা বলেন, মাত্র ৬১ দিনে আলো ছড়ালেন লাকসাম উপজেলার নির্বাহী
অফিসার (ইউএনও) কাউছার হামিদ। এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম
বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে কাজ করে আসছেন। তাঁর
কর্মকাণ্ডে এলাকার সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারির মধ্যে
স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ একটি অদৃশ্য শক্তি
তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে তাঁকে বদলি করিয়াছেন।
ইউএনও
কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে লাকসামে স্বপদে
পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান বক্তারা।
খোঁজ
নিয়ে জানা গেছে, সাবেক এক সচিবের নাম ভাঙ্গিয়ে চট্টগ্রাম বিভাগীয়
কমিশনারের নিকট মুঠোফোনে ইউএনও কাউছার হামিদের বিরুদ্ধে কেউ একজন নানাহ
অভিযোগ করেন। ওই অভিযোগের কারণে তাঁকে বদলি করা হয়।