নাঙ্গলকোট প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসায় সবক অনুষ্ঠান বুধবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলকারীদের পুরষ্কার প্রদান করা হয় এবং নতুন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসা শিক্ষক মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক হাফেজ আবু সাঈদ, মাওলানা তারেক মনোয়ার, হাফেজ হেদায়েত উল্লাহ, নেছার উদ্দিন ভূঁইয়া, অভিভাবক মাওলানা আব্দুল ওহাব, আব্দুল খালেক, শেখ ফরিদ, রবিউল হোসেন, সোহেল ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদরাসা ছাত্র-ছাত্রীদের সবক প্রদান সকল শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।