কুমিল্লায়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। ৮ ডিসেম্বর
কুমিল্লা মহানগরীর রেইসকোর্স এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় ৭টি
প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে হুবহু নকল বাওমা নামীয় মশার কয়েল পাওয়া যায়।
অভিযানের
সময় সাতটি প্রতিষ্ঠানের ৪টিকে সতর্ক করা হয় এবং ৩টিকে জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স ষোল আনা, আকন্দ এন্টাইপ্রাইজ ও এম
আর ট্রেডিং। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা
অধিকার সংরক্ষন অধিদপ্তরের স্বাস্থ্য প্রতিনিধি ইকরাম হোসেন , ছাত্র
প্রতিনিধি, পুলিশের এএসআই মো: ইউসুফসহ সঙ্গীয় ফোর্স, অফিস সহকারী ফরিদা
ইয়াছমিন, বাওমা আরসিপিএল এ্যালাইন্সের জিএম নাজমুল হোসাইন ও ডিএসএম পিন্টু
হোসাইন।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক
মো: কাউছার মিয়া জানান, বাওমা আরসিপিএল এ্যালাইন্সের অভিযোগের ভিত্তিতে
কুমিল্লা মহানগরীর রেইসকোর্স এলাকার বাদশা মিয়ার বাজার ও ডায়াবেটিক
হাসপাতাল সংলগ্ন আশেপাশের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল বাওমা
মশার কয়েল পাওয়া যায়। বাওমা মশার কয়েলটি মেসার্স রফিক ট্রেডার্স অথেনটিক
ডিলারের মাধ্যমে চায়না থেকে আমদানী করে দেশের বাজারে বিক্রি করে। এই পন্যটি
পরিবেশ বান্ধব ও ধোয়া বিহীন। কিছু অসাধু ব্যবসায়ি এই পন্যটি নকল করে মাসের
পর মাস বাজারজাত করছে। যা ভোক্তার সাথে দীর্ঘদিন প্রতারণা করে আসছে। এসব
অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় ৩
প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা ও ৪ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।