দাউদকান্দির ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের ৭৯তম মাহফিলকে কেন্দ্র মতবিনিময় সভা করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় অফিসার ইনচার্জ এর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ ফারুক হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল্লাহ প্রধান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ ফয়সাল আহমেদ,বানিয়াপাড়া দরবার শরীফের প্রতিনিধি সাইদুজ্জামান টিপু, মোস্তাক আহমেদ ও আহসান উল্লাহ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই হারুনুর রশিদ।
সভায় মাহফিলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কের পাশে অবৈধ দোকানপাট না বসানো, স্বেচ্ছাসেবী নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বরোপ করা হয়।
উল্লেখ, আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দাউদকান্দির ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের ৭৯ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রায় এক লক্ষাধিক মানুষের সমাগম হয়।