কুমিল্লার
নাঙ্গলকোট পৌরসভার টিকাদানকারী মনির হোসেন (৪৬) নাঙ্গলকোট থেকে কুমিল্লা
যাওয়ার পথে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের লালমাই উপজেলা সদরের সামনে সকাল
সাড়ে ৯টায় বিপরিত দিকে থেকে আসা বেপরোয়া মালবাহী নসিমন ভটভটি গাড়ির সাথে
ধাক্কা খেয়ে এই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী
মাথায় ও শরীরের ব্যাপক আঘাত পায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে উদ্ধার
করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করে।
সে
উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার বেকাতুলাগ্রামের মৃত মমতাজ উদ্দিনের
পুত্র। মৃত্যুকালে তিনি ২ছেলে ও স্ত্রী রেখে যান। সে পৌরসভা যোগদানের পর
থেকে পৌরসভার ৭নং ওয়ার্ড মান্দ্রা গ্রামে টিকাদান কর্মসূচী দায়িত্ব পালন
করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মনির হোসেনকে নিজ গ্রামের পারিবারিক
কবরস্থানে দাফন করা হবে। মনির হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম
বইছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনর্চাজ একেএম ফজলুল হক বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল অন্য উপজেলায় হওয়ায় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তার
মৃত্যুতে এছাড়া নাঙ্গলকোট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন
সরকার। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।