প্লাস্টিক
দূষণ রোধে সবার আগে পলিথিন বা প্লাস্টিকের শপিং ব্যাগকে 'না' বলতে হবে।
ব্যক্তি পর্যায়ে পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করলে
প্লাস্টিক দূষণ রোধ করে পরিবেশের সহায়ক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান
জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা
আহমেদ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার
বন্ধে বাজার মনিটরিং কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনের
সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
ড.
ফারহিনা আহমেদ আরো বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহাররোধে সবাইকে সমান্তরাল
ভাবে সচেতন ও উদ্যোগী হতে হবে। বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ি,
প্রশাসন, সংবাদকর্মীসহ সকলকেই সমান ভূমিকা রাখতে হবে।
এদিকে পরিবেশ দূষণ
কমিয়ে আনতে জনসচেতনতা তৈরীর পাশাপাশি আধুনিক বর্জ্যব্যবস্থাপনা ও
প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট অংশিজনরা।
কুমিল্লা
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপ-সচিব
রুবিনা ফেরদৌসি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত
পুলিশ সুপার প্রশাসন আরাফাতুল ইসালামঃ
পলিথিন বন্ধ নয় বরং পলিথিন
ব্যবহার কমিয়ে আনতে জনসচেতনতা তৈরীর পাশাপাশি আধুনিক বর্জ্যব্যবস্থাপনা ও
রিসাইক্লিং করার প্রস্তাব করেন কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।
পলিথিনের
বিকল্প সামগ্রী উৎপাদন এবং ভর্তুকি মূল্যে বাজারজাত করার দাবি জানান
চকবাজার মার্চেন্টাইজ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কৌশিক ভৌমিক।
মতবিনিময়
সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিনিধি, কুমিল্লা জেলা পরিষদের
প্রতিনিধি, কুমিল্লা ইপিজেড এবং বিসিক এর প্রতিনিধি, বিভিন্ন উপজেলা
নির্বাহী অফিসারসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন অংশগ্রহণ করেন।