বিএনপির
কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ
ইয়াছিন বলেছেন-বাংলাদেশের ইতিহাস, হিন্দু-মুসলিম খ্রিস্টান, বৌদ্ধদের
একসাথে জীবন যাপন করার হাজার বছরের ইতিহাস। আপনি যেমন এদেশের ভূমিপুত্র
আমিও এ দেশের ভূমিপুত্র। এদেশের সকল ধর্মের অনুসারীরাই এ দেশের ভূমিপুত্র।
অধিকার আমাদের সবারই সমান।
গতকাল ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়
কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ
কুমিল্লা মহানগর শাখার আয়োজনে পরমারাধ্য গুরুদেব বাংলাদেশ সেবাশ্রম
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী'র ১৭তম বাৎসরিক
মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী ইয়াছিন
বলেন, যখনই এখানে হিন্দু-মুসলিমের দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছে; একটু
খতিয়ে যদি দেখেন তাহলে দেখবেন কারো না কারো সার্থ হাসিলের জন্য তা ছিলো
ষড়যন্ত্রের অংশ। বিভিন্ন সময় সার্থ হাসিলের জন্য বিভিন্ন গোত্রে গোত্রে
ধর্মে ধর্মে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছিলো। যারা এসব অন্যায়ের সাথে
জড়িত তাদেরকে খোঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। জনগোষ্ঠির দিক
দিয়ে বাংলাদেশ বিশে^র অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। তবে আমাদের দেশের
মানুষজন নিঃসন্দেহে অনেক ভালো। ভালো মানুষ না হলে এতো ঘনবসতিতে এভাবে
শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভব হতো না।
বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয়
কমিটির সাধারণ সম্পাদক উৎপল ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাদুল বারী আবু,
সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ
খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমল চন্দ্র খোকন, ডা. সংকর সাহা,
শ্যামল চন্দ্র দত্ত, প্রদীপ দে, ধনঞ্জয় দত্ত, বিনুদ সরকার, নন্দন দত্ত,
পলাশ ঘোষ প্রমুখ।