কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন
কিছু জমি নিয়ে চলমান মামলার নিষ্পত্তি না হওয়ায় ২০টি পরিবার এখনো তাদের
জায়গা ছাড়েনি। এরই মধ্যে কয়েকটি বাড়ি ভাঙা হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি
তাদের। ফলে কোনরকম ছাউনির সহায়তায় পরিবার নিয়ে সেখানেই অবস্থান করছেন তারা।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, জমি নিয়ে মামলা চলমান থাকায় কাউকেই ক্ষতিপূরণ
দেওয়া সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ প্রকল্পের পুরো টাকা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দিয়ে
দিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের কোন সংশ্লিষ্টতা নেই। সম্পূর্ণ বিষয়টি জেলা
প্রশাসকের আওতাধীন।
এনিয়ে বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ প্রকল্পের প্রধান
প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এস.এম শহিদুল হাসান বলেন, 'প্রকল্প অনুমোদনের
পরে আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছি। এখন বাকিটা ডিসি অফিসের কাজ।
আমরা ক্যাম্পাস পরিদর্শনকালে কিছু বাড়িঘর দেখেছি, তারা এখনো যায়নি। জমিজমা
নিয়ে মামলা চলমান থাকায় তাদেরকে এখনো টাকা দেওয়া হস্তান্তর করা হয়নি। তবে
সম্পূর্ণ ডিসি মহোদয় ভালো বলতে পারবেন কেন টাকা দেওয়া হচ্ছে না বা কবে
দিবেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমির দাগ নং ৬১১২ এবং
খতিয়ান নং ১০২৯ এ মোট পাঁচটি মামলা চলমান থাকায় ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দাগ
নং ৫৭৮২, খতিয়ান নং ৪৭১৩ ও ১১৪৮ এ অংশীদারদের ভেতর দুইটি মামলা চলমান থাকায়
ক্ষতিপূরণ পায়নি। জমির দাগ নং ৫৭৭৯ এবং খতিয়ান নং ১০৭৫ ও ১০৫৭ এ খাস
খতিয়ানের কারণে ক্ষতিপূরণ পায়নি। দাগ নং ৪২৬৪ এবং খতিয়ান নং ২১৮ এ টাকা
পেয়েছে কিন্তু এখানে বন্টন জনিত সমস্যা এবং দাগ নং ৬১১২ এবং খতিয়ান নং ১০২৯
এ চেক হয়েছে কিন্তু এখানেও বন্টন জনিত সমস্যা।
এছাড়া জমির দাগ নং ৫৭৭৫
এবং ১০৭৫ নং খতিয়ানে ১৬১৫/২১ ধারার মামলা থাকায় ক্ষতিপূরণ পায়নি। দাগ নং
৪২৮৮ ও ৪২৮০ এবং খতিয়ান নং ৬৯৯৮ এ অংশীদারদের ভেতরে একটি করে মামলা থাকায়
ক্ষতিপূরণ পায়নি। দাগ নং ৬১২৩ এবং খতিয়ান নং ২২৭ এ সীমানা নির্ধারণ ও আংশিক
ক্ষতিপূরণ বাকী।
এবিষয়ে পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায়, ডিসি অফিস
থেকে বেশ কয়েকবার তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও আদতে দেওয়া
হয়নি। তারা আরও জানিয়েছে, ক্ষতিপূরণের আশ্বাস দেখিয়ে বেশ কয়েকটি পাকাঘরও
ভাঙা হয়েছে। ফলে ক্ষতিপূরণ না পেয়ে তারা কোনরকম ছাউনির সাহায্যে পরিবারগুলো
সমবেতভাবে জীবন-যাপন করছে।
দাগ নং ৫৭৭৯ এবং খতিয়ান নং ১০৫৭ জমির
দখলদার অহিদ মিয়ার স্ত্রী আনু বলেন, 'ডিসি অফিস থেকে লোক আইসা সবকিছু
দেখেশুনে বলছে ক্ষতিপূরণ দিবে। ঘর ভাঙছে কিন্তু এখনো টাকা দেয় নাই। তারা
আজকে না পরশু, পরশু না কাল বলে শুধু আসে না। এহানে আমরা তিনটি পরিবার একঘরে
থাকতেছি। জায়গার টাকা নিয়ে আমাদের মাথাব্যথা নাই, ক্ষতিপূরণ দিয়ে দিলেই
আমরা বাঁচি।'
দাগ নং ৫৭৮২ এবং খতিয়ান নং ৪৭১৩ জমির দখলদার ইমান আলী
বলেন, 'আমার ঘরের দাম ধরা হইছে ৯ লাখ ৮৩ হাজার টাকা। উনারা বারবার আইসা
দেইখা যাইতেছে, বলে এখান থেকে চলে যেতে। আমার ঘরের ক্ষতিপূরণটা দিয়ে দিলেই
আমি চলে যাইতাম। টাকা দিব কইরা ঘর ভাঙাইছে। এহন উনারা শুধু তারিখ পেছায়।
টাকা দিবে দিবে বলে দেই না।'
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে
জানা যায়, পরিবারগুলোর ক্ষতিপূরণ বাবদ আটকে আছে মোট ৬৩ লক্ষ ৯৩ হাজার ৯৪৪
টাকা। এর মধ্যে দখলদার আকতার হোসেনের দুই লক্ষ ৩৯ হাজার ৫২২ টাকা, মনোয়ারা
বেগমের ১০ লক্ষ ২২ হাজার ৫৭৭ টাকা, খোকন মিয়ার ১২ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা,
শামশুন নাহারের এক লক্ষ ৩১ হাজার ৮৯৮ টাকা, শেখ ফরিদের দুই লক্ষ ৫০ হাজার
৩৪ টাকা, অহিদ মিয়ার পাঁচ লক্ষ ৮৯ হাজার ১২১ টাকা এবং ইমান আলীর নয় লক্ষ ৮৩
হাজার ২৭৩ টাকা।
এছাড়াও দখলদার দুলাল মিয়ার চার লক্ষ ৮৯ হাজার ৬২১
টাকা, মো. আ. সালামের সাত লক্ষ ২৭ হাজার ৮৮ টাকা, আব্দুল জব্বারের পাঁচ
লক্ষ ৪৬ হাজার ৩২১ টাকা, আবদুর রশিদের ২ লক্ষ ৩৮ হাজার ৩৮৯ টাকা এবং সিরাজ
মিয়ার ১০ লক্ষ ৩৫ হাজার ৫৮১ টাকা।
এবিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, 'তারা যদি সঠিক কাগজপত্র দাখিল করে, তাহলে আমরা তখনই তাকে পেমেন্ট দিয়ে দিব।'
ঘরের
ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, 'চেক রেডি আছে রবিবারে নিয়ে যেতে পারবে।
তাদেরকে বলা হয়েছে জমির কাগজপত্র ঠিকঠাকভাবে দেখান তাহলেই আমরা টাকা দিয়ে
দিব।'
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের
নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় প্রস্তাবিত নতুন ক্যাম্পাসের জন্য ১
হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ১১
মার্চ ওই প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ
সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের সঙ্গে
সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।