গত বছর ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। এবার নতুন বছরের শুরুতে ভিয়েতনামে তার দুটি জিএম টুর্নামেন্ট খেলার লক্ষ্য ছিল। ভিসা বিলম্বে পাওয়ায় প্রথম টুর্নামেন্টে খেলতে পারেননি ফাহাদ। পরবর্তীতে ভিসা পেলেও দ্বিতীয় টুর্নামেন্টের প্রথম রাউন্ড মিস করেছেন ফ্লাইট বিলম্ব হওয়ায়।
ভিয়েতনামের হ্যানয় শহরে গতকাল (শুক্রবার) থেকে ‘হ্যানয় গ্র্যান্ডমাস্টারস-২ দাবা’ শুরু হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এই ইভেন্টে অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গতকাল (শুক্রবার) দ্বিতীয় রাউন্ডের খেলায় শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়েনানগে রানিনদু দিলশানের সাথে ড্র করেন এবং আজ (শনিবার) তৃতীয় রাউন্ডের খেলায় হেরেছেন ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতিয়াকি আজারিয়া জোদির কাছে।
ফাহাদ রহমান প্রথম রাউন্ডে ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার পল জন গোমেজের সঙ্গে খেলতে পারেননি। ফাহাদের বিমান দেরিতে পৌঁছানোয় খেলাটি স্থগিত হয়ে যায়। সেই ম্যাচটি হবে আজ। দাবায় নির্দিষ্ট সময়ের পর প্রতিপক্ষ না আসলে ওয়াকওভার হয়। এই ক্ষেত্রে খেলা পরবর্তীতে অনুষ্ঠিত হওয়ার নিয়ম সম্পর্কে বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুনুর রশীদ বলেন, ‘রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে কে কার সঙ্গে খেলবে এটা নির্ধারিত। ফলে এখানে বিশেষ পরিস্থিতিতে খেলা পেছানোর সুযোগ থাকে, যেটা সুইস লিগে সম্ভব নয়। ফাহাদ বৃহস্পতিবার ভিসা পেয়ে শুক্রবার সকালে পৌঁছাতে বিলম্ব করে ফ্লাইটের কারণে। ভিসা দেরিতে পাওয়ায় প্রথম টুর্নামেন্টে খেলতেই পারেনি।’
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৯ খেলার মধ্যে সাত পয়েন্ট পেতে হয় জিএম নর্ম অর্জনের জন্য। ফাহাদ ইতোমধ্যে দুই খেলায় দেড় পয়েন্ট হারিয়েছেন। আর একটি পয়েন্ট মিস করলে তার নর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে না। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, শ্রীলংকা ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ মোট ১০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন।