কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা, বেকামলিয়া, চাঁন্দেরবাগ
গ্রামের স্হানীয় ও প্রবাসীদের নিয়ে গঠিত পিবিসি মানবসেবা সংস্থার আয়োজনে
শনিবার সকালে পিপড্ডা বেকামলিয়া আলহাজ্ব মোমেনা খাতুন নূরাণী মাদ্রাসা মাঠে
অনুষ্ঠিত হয়েছে। পিপড্ডা, বেকামলিয়া, চাঁন্দেরবাগ গ্রামের সকল
মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা ও প্রবাসীদের সর্বাঙ্গীন কল্যাণ কামনায়
বিশেষ দোয়া মাহফিল, অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া এতিম অসহায় মেধাবী
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বার্ষিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ
ছাড়া হতদরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে পিবিসি
মানবসেবা সংস্থার সভাপতি মোহাম্মদ শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব মিয়া মোহাম্মদ
ইদ্রিস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,আমেরিকা প্রবাসী ইন্জিনিয়ার
শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম,
কাচারী পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম মজুমদার,
শান্তির বাজার কমিটির সভাপতি শাহ আলম সওদাগর, উপজেলা শ্রমিক দল নেতা সাঈদ
ইকবাল,ইউপি সদস্য শেখ আহাম্মদ, পিবিসির মানবসেবা সংস্থার সহ-সভাপতি মাওলানা
আহসান উল্লাহ, মাওলানা নেছার উদ্দিন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি
কলেজ প্রভাষক আলা উদ্দিন, মাস্টার ইফতেখার আহাম্মদ, বাঙ্গড্ডা বাদশা মিয়া
আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক আহসান উল্লাহ মজুমদার, পিবিসির সহ-সভাপতি
মিজানুর রহমান,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিবিসি মানবসেবা সংস্থার সাধারণ
সম্পাদক মাওলানা শিব্বির আহাম্মদ ওসমান। কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা
আজিজুল হক।
অনুষ্ঠানে আগত অতিথি ও পিবিসি মানবসেবা সংস্থার সাথে যুক্ত
সকলকে সম্মানান স্মারক প্রদান করা হয়। এতে এলাকার আলেম ওলামা ও এলাকার
গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।