মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
১ মাঘ ১৪৩১
বরুড়ায় জাকারিয়া তাহের সুমন
কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ এএম আপডেট: ১২.০১.২০২৫ ২:৩৪ এএম |


কোনো চাঁদাবাজকে  ছাড় দেওয়া হবে না


বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, বরুড়ায় কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, কোন চাঁদাবাজ কে ছাড় দেওয়া হবে না। কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি কিংবা কোনো ধরণের অপকর্মের চেষ্টা করে সাথে সাথে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে বরুড়ায় সকল ধরনের জীবি বন্ধ থাকবে বলেও জানান তিনি।
সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,  ব্যবসায়ীরা বাজার কমিটিকে সাপোর্ট দিন। আপনাদের সুখে দুঃখে তারা সব সময় থাকবে। রাতে পাহাড়ার বিষয় জোরদার করতে হবে। সকল দোকানের সামনে বিদ্যুৎ এর বাল্ব জ্বালাত হবে। বাজার কমিটি বাজারে একটি অফিস করার ও কথা বলেন তিনি।
বাজার কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব মনীদ্র কিশোর মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাবেক বরুড়া পৌরসভার মেয়র জসিমউদদীন পাটোয়ারী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বাজার কমিটির সহসভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ডাঃ দিলিপ সরকার, জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মোল্লা, প্রচার সম্পাদক মোঃ মাহবুব, ব্যবসায়ী শামীম, সুমন সাহা, বলাকা বাস শ্রমিক নেতা মোঃ আবদুল জলিল প্রমুখ। 
তার আগে বাদ মাগরিব উপজেলা প্রশাসনের সাথে বাজার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক প্রমুখ। 
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বাজার ব্যবসায়ী জাফর ইকবাল খন্দকার ও আক্তার হায়দার। 













সর্বশেষ সংবাদ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
নিরাপত্তাহীনতায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২