কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে বদলী হয়েছেন মোসা:
পারহানা আক্তার। এর আগে তিনি চট্টগ্রাম নার্সিং কলেজে প্রভাষক পদে দায়িত্ব
পালন করেছেন। রবিবার ১২ জানুয়ারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া
গিয়েছে।
জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মোসা: পারহানা
আক্তার দেড়মাস আগে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব
পালন করেছেন। গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম
নার্সিং কলেজে প্রভাষক পদে যোগদান করেন। প্রায় দেড় মাসে পর তিনি আবারও
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান
করবেন। এছাড়াও তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৩ বছর
সুপারভাইজার পদে দায়িত্ব পালন করেছেন।
অফিস আদেশে আরও বলা হয়েছে ৯ম
গ্রেডের নার্সিং কর্মকর্তাকে তাঁর নামের বিপরীতে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে
বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা
হবে।