কুমিল্লায়
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চুরিরপ্রবণতা বেড়েছে। বাসাবাড়ি ছাড়াও
সাম্প্রতিক সময়ে কুমিল্লার তিতাস উপজেলার অন্তত ১২টিসরকারি প্রাথমিক
বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা সরঞ্জাম ও
টাকাপয়সা চুরি হয়েছে। এছাড়া কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর গৌরীপুর
বৈদ্যুতিকসাবষ্টেশনে কর্মরত ১০ জনকে বেঁধে মূল্যবান সাবমেরিন ক্যাবলসহ
অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীডাকাতি করে নিয়ে গেছে ‘ডিবি পুলিশেরমত পোশাক
পরা’ দুর্বৃত্তরা। রবিবার জানুয়ারিমাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব
তথ্য উপস্থাপন করেন তিতাস উপজেলা নির্বাহীকর্মকর্তা সুমাইয়া মমিন ও পল্লী
বিদ্যুত সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হুসাইন। এসববিষয়ে
সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তারা। এবিষয়ে সভায় পুলিশ
সুপার নাজির আহমেদখান বলেন, শীতকালে চুরি-ডাকাতির প্রবণতা বাড়ে। যেসব বিষয়ে
অভিযোগ পাওয়া গেছে- সেসববিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। কুমিল্লা পল্লী
বিদ্যুৎ-৩ এর সহকারীম্যানেজার (প্রশাসন) সৈয়দ আমানুর রহমান জানান, গত ১০
জানুয়ারি রাতে কুমিল্লা পল্লীবিদ্যুৎ এর আওতাধীন গৌরীপুর সাবষ্টেশনে গেইট
টপকে রাত সাড়ে ১২টায় একদল ডাকাত প্রবেশকরে। এসময় সাবস্টেশনে কর্মরত ১০ জনকে
জিম্মি করে সাবষ্টেশনের গুরুত্বপূর্ণ ও মূল্যবান সাবমেরিনক্যাবল,
সিসিক্যামেরা, সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তিনি জানান, দুর্বৃত্তরা ডিবি
বা গোয়েন্দা পুলিশের ব্যবহৃত পোশাকের মত জামাকাপড়পরা ছিলো। তারা এসেই জানায়
সাবষ্টেশনে খুনের আসামি লুকিয়ে আছে বলে- কৌশলে একেএকে কর্মকর্তা-কর্মচারি
শ্রমিক সবাইকে হাত-পা বেঁধে জিম্মি করে। মূল্যবান সরঞ্জাম ছাড়াওঅফিশিয়াল ও
ব্যক্তিগত ১০টি মোবাইলও নিয়ে যায়। এবিষয়ে দাউদকান্দি থানায় একটি
অভিযোগদায়ের করা হয়েছে।
এদিকে তিতাস উপজেলা সহকারী প্রাথমিক
শিক্ষাকর্মকর্তা মোহাম্মদ আবদুস সালামের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি
উপজেলার ১২টিপ্রাথমিক বিদ্যালয় থেকে চোরেরা ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার,
পানির ফিল্টার, বৈদ্যুতিকসরঞ্জাম চুরি হয়ে গেছে। প্রান্তিক স্কুলগুলোতে
নিরাপত্তা ব্যবস্থা তেমন একটা থাকে না, কোনকোন স্কুলে দপ্তরি বা নাইটগার্ড
আছে, কোথাও নেই। আইনশৃঙ্খলাবাহিনী সজাগ থাকলেআমাদের সুবিধা হয়।
জানা
গেছে, উপজেলার উত্তর আকালিয়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়, হাজী তারামিয়া
প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,তেতুইয়া রামপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
দক্ষিণকড়িকান্দি প্রাথমিক বিদ্যালয়সহ সম্প্রতি উপজেলা স্কুলগুলোতে চুরি
সংগঠিত হয়েছে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়ামমিন জানান, উপজেলার
ইউনিয়ন কারিগর উচ্চ বিদ্যালয় থেকে ৩১ ডিসেম্বর রাতে বিদ্যালয়েভর্তির
আনুমানিক দেড় লক্ষাধিক টাকা চুরি হয়ে যায়। ব্যাংকে টাকা জমা দিতে না পারায়
ওইটাকা স্কুলেই রাখা ছিলো। আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্যমতে,
নভেম্বর ও ডিসেম্বর মাসে কুমিল্লা জেলায় ডাকাতি, দস্যুতা এবং সিঁধেল ও পশু
চুরিরঘটনায় ৩৪টি মামলা দায়ের হয়। সভায় উপস্থিত কমিটির বেশ কয়েক জন সদস্য
সরকারি প্রতিষ্ঠানএবং বাসাবাড়িতে চুরি-ডাকাতির প্রবণতা বৃদ্ধি পাওয়ায়
উদ্বেগ প্রকাশ করেন। জানা গেছে,আইনী জটিলতার কারণে বেশির ভাগ চুরি ডাকাতির
ক্ষেত্রে মামলাও দায়ের করেন নাভুক্তভোগীরা। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা
ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আমিরুলকায়ছার সভায় বলেন, এসব বিষয়ে
আইনশৃঙ্খলাবাহিনীর সতর্কতার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকর্তৃপক্ষকেও
সাবধান হতে হবে।