মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
১ মাঘ ১৪৩১
এবার ভিয়েতনামে নর্ম পেলেন না ফাহাদ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম |






আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন। গত বছর ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কাঙ্খিত নর্ম পেয়েছিলেন ফাহাদ। এই বছর আরেকটি নর্মের আশায় ভিয়েতনাম গেলেও মিলছে না কাঙ্খিত নর্ম।
ছয় রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে তিন। টুর্নামেন্টের বাকি তিন রাউন্ড জিতলেও পয়েন্ট দাঁড়াবে সাড়ে ছয়। চলমান টুর্নামেন্টে দাবাড়ুদের রেটিংয়ের গড় ২৪০০’র নিচে। এই জাতীয় টুর্নামেন্টে জিএম নর্মের জন্য সাত পয়েন্ট প্রয়োজন। ফলে ফাহাদের আর নর্ম পাওয়ার সুযোগ নেই।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুনুর রশীদ নর্মের জটিল হিসাব-নিকাশ বিষয়ে অত্যন্ত বিজ্ঞ। তিনি ফাহাদের চলমান টুর্নামেন্ট নিয়ে বলেন, '২৪৩৪ গড় রেটিংয়ের নিচে টুর্নামেন্টে সাত পয়েন্ট প্রয়োজন জিএম নর্মের ক্ষেত্রে। ২৪৩৪-২৪৭৫ গড় রেটিংয়ের টুর্নামেন্টের ক্ষেত্রে সাড়ে ছয় পয়েন্টেও জিএম নর্ম হয়। ফাহাদের এই টুর্নামেন্টের রেটিং যেহেতু ২৪০০’র কম ফলে সাত পয়েন্টের কমে নর্ম পাওয়া সম্ভব নয়।’
ভিয়েতনামে ফাহাদ দু’টি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করেছিলেন। ভিসা বিলম্বে পাওয়ায় প্রথম টুর্নামেন্টে অংশই নিতে পারেননি। ভিসা পাওয়ার পর ভিয়েতনাম রওনা হলেও ফ্লাইট বিড়ম্বনায় প্রথম রাউন্ডে খেলতে পারেননি। ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে সেই ম্যাচ পরবর্তীতে অনুষ্ঠিত হয়। গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে এবং অন্য রাউন্ডে পয়েন্ট হারিয়ে নর্ম অর্জনের সুযোগ হাতছাড়া করেছেন ফাহাদ।
গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং প্রয়োজন। এই দু’টি শর্ত পূরণ হলে ফাহাদ গ্র্যান্ডমাস্টার হতে পারবেন। ফাহাদের বর্তমানে একটি জিএম নর্ম ও রেটিং ২৪০০ প্লাস। বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার পাঁচ জন। এর মধ্যে জিয়াউর রহমান গত বছর প্রয়াত হয়েছেন। আব্দুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তার দাবায় সেভাবে সক্রিয় নন। নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীবই মূল দেশে-বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে খেলেন।














সর্বশেষ সংবাদ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
কুবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
নিরাপত্তাহীনতায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২