মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
১ মাঘ ১৪৩১
কোচিংয়ের কোর্স করবেন জামাল ভূঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ১৪.০১.২০২৫ ২:০৫ এএম |



 কোচিংয়ের কোর্স করবেন জামাল ভূঁইয়া


চলতি মাসে এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এই কোর্সে সাবেক তারকা ফুটবলারদের পাশাপাশি বর্তমান ফুটবলাররাও রয়েছেন। এই কোর্স করতে ঢাকায় আসবেন বিদেশি কোচও।
বাংলাদেশ ফুটবল দলের বতর্মান অধিনায়ক জামাল ভূঁইয়া ‘এ’ লাইসেন্স কোর্স করবেন। সাধারণত ফুটবলাররা খেলা শেষ হওয়ার পর কোচিং কোর্সে আসেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন শীর্ষ ফুটবলারদের কোচিং প্রক্রিয়ায় আসার জন্য এলিট কোচিং কোর্স প্রোগ্রাম করেছে। সে প্রোগ্রামের আওতায় জামাল ভূঁইয়া এবার এ লাইসেন্স কোচিং কোর্স করবেন। তার সঙ্গে এই কোর্সে আরো থাকছেন ওয়ালী ফয়সাল, শাহেদ আলম, তৌহিদুল আলম সবুজসহ আরো অনেকে। 
‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করবেন বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। বাফুফেতে পারফরম্যান্স এনালিস্ট হিসেবে নিয়োগ পাওয়া নাসিফ ইসলামও এ লাইসেন্স কোর্সে অংশ নেবেন। সাবেক জাতীয় ফুটবলার মারুফ আহমেদ আমেরিকায় থাকেন। এই কোর্সের জন্য তিনি ঢাকায় আসবেন। 
এএফসি এ লাইসেন্স কোর্স দুই পর্বে অনুষ্ঠিত হবে। জানুয়ারি ১৮-৩০ প্রথম পর্ব শেষ হওয়ার দুই মাস পর পরের পর্ব হবে। এই কোর্সের জন্য অংশগ্রহণকারীদের কাছ থেকে বাফুফে এক লাখ টাকা ফি গ্রহণ করছে। এলিট কোর্সের আওতায় থাকা জামাল ভূঁইয়ারা আগেই অর্থ প্রদান করায় তাদের এই জন্য বাড়তি অর্থ প্রদান করতে হচ্ছে না। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর তত্ত্বাধায়নে এই কোর্স অনুষ্ঠিত হবে। ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু।
এএফসি’র কোচিং সনদ আগে ‘সি’ লাইসেন্স থেকে শুরু হতো। কয়েক বছর আগে গ্রাসরুট পর্যায় থেকে শুরু হয়েছে। এরপর যথাক্রমে সি, বি, এ এবং প্রো সনদ। গতকাল এ লাইসেন্সধারী ৩৫ জন কোচ ফেডারেশন থেকে লাইসেন্স আরো তিন বছরের জন্য নবায়ন করেছে। এটি ট্যাকনিক্যাল কমিটির অধীনে হলেও কালকের অনুষ্ঠানের টেকনিক্যাল কমিটির কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি।















সর্বশেষ সংবাদ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
কুবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
নিরাপত্তাহীনতায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২