বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণপাড়া উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল গতকাল সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা
পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল করিম, উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন,জাতীয় পদপ্রাপ্ত স্কাউট সাবেক যুগ্ম
সম্পাদক আবুল হাসেম আকন্দ। বক্তব্য রাখেন শশীদল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা ইসলাম, বেজুরা শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ হোসেন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সুপার মোঃ রেজাউল করিম,
বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, চান্দলা
কেবি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ রাখাল চন্দ্রশীল।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস কুমিল্লা
অঞ্চলের মোঃ আজারুল করিম জেবুল।
অনুষ্ঠানের শেষার্ধে উপজেলা স্কাউট
কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ছামিউল ইসলামকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ রাখাল চন্দ্রশীল, অধ্যক্ষ
মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম, কমিশনার হিসেবে
দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল হক প্রধান শিক্ষক দুলালপুর উচ্চ বিদ্যালয়,
কোষাধ্যক্ষ পদে শেখ মুজিব উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস
উদ্দিন, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজনীন হাই স্কুলের প্রধান
শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, গ্রুপ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন
প্রধান শিক্ষক শশীদল উচ্চ বিদ্যালয় মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক
মাধবপুর উচ্চ বিদ্যালয় মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক ছোট ধুশিয়া উচ্চ
বিদ্যালয় মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক দক্ষিণ কান্দুঘর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ।