কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
উদ্বোধনী শেষে হল নু এমং মারমা মং এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রত্না আক্তার, আগানগর ডিগ্রি কলেজের প্রভাষক শাখাওয়াত হোসেন, ঝলম কলেজের প্রভাষক মোঃ ছফি উল্লাহ, আড্ডা কলেজের শিক্ষক মোঃ ইকবাল হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ প্রমুখ। স্কুল ও কলেজের ১৪ টি স্টলে তাদের উদ্ভাবনী প্রদর্শনী করা হয়।