পুলিশের
বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত
আইজি গোলাম রসুলকে এবার এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা
জানানো হয়।
একই দিন আলাদা তিনটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ৭৪ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব বা নতুন কর্মস্থল ঠিক করে দিয়েছে সরকার।
তাদের
বেশিরভাগই বিসিএস ২৮তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। বিসিএস ২৭ ও ২৯ ব্যাচ এবং
বিভাগীয় পদোন্নতি পাওয়া কয়েকজন কর্মকর্তাও রয়েছেন তাদের মধ্যে।
শেখ
হাসিনা সরকারের সময় তারা সংখ্যাতিরিক্ত এসপি হিসেবে পদোন্নতি পেলেও এতদিন
কাজ করছিলেন অতিরিক্ত এসপির সমতুল্য পদে। এবার তারা এসপি মর্যাদার পদ
পেলেন।
শেখ হাসিনার পতনের সময় এসবি প্রধানের দায়িত্বে ছিলেন আলোচিত
অতিরিক্ত আইজি (গ্রেড-১) মনিরুল ইসলাম। সরকার বদলের পর তিনি আত্মগোপনে যান।
পরে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। হত্যাসহ বিভিন্ন অভিযোগ
অনেকগুলো মামলাও হয় তার বিরুদ্ধে।
অগাস্টে অন্তর্র্বতী সরকার গঠনের পর
এসবির দায়িত্ব পান ডিআইজি শাহ আলম। গত ২ অক্টোবর অতিরিক্ত আইজি হিসেবে
পদোন্নতি দিয়ে ওইদিনই তাকে অবসরে পাঠানো হয়। তার জায়গায় আসেন গাজীপুর
মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি) খোন্দকার রফিকুল ইসলাম।
এর মধ্যে তাকে
অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ১৮ ডিসেম্বর খোন্দকার রফিকুলকে
বদলি করা হয় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে।
এরপর গত
১৯ ডিসেম্বর থেকে ডিআইজি হিসেবে এসবির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ছিলেন
গোলাম রসুল। সোমবার তাকে অতিরিক্ত আইজি করে এসবি প্রধানের চলতি দায়িত্ব
দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস ১২ ব্যাচের এই কর্মকর্তার চাকরি চলতি
বছরের ৩১ অগাস্ট শেষ হবে।