ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে সড়কের উপর অবৈধ বাস
পার্কিং সরানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে
মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিক দল এবং বিভিন্ন শ্রেণি পেশার
লোকজন এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।
বক্তারা বলেন, দেশের
সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ড
এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বোরাক
পরিবহন সহ অন্যন্য কিছু গাড়ি সড়কের উপর অবৈধ ভাবে স্থায়ী পার্কিং করে যান
চলাচলে বিঘ্ন এবং যানজট সৃষ্টি করছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে
হচ্ছে।
বোরাক পরিবহন সহ অন্যন্য গাড়ি গুলো সড়ক থেকে দ্রুত সরিয়ে নিতে
সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একই সাথে মহাসড়কে সকল প্রকার থ্রি হুইলার
বন্ধের দাবি জানান তারা।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আবু ওবায়েদ জানান, মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কোনো
সুযোগ নাই। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।