ব্র্যান্ডের
নাম নকল করে প্যাকেটজাত করা এবং চালের বস্তায় মিলগেট মূল্য না লেখাসহ
বিভিন্ন অপরাধে কুমিল্লার বুড়িচংয়ে পারুয়া ও কংশনগর এলাকায় দুইটি অটোরাইস
মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে টাস্কফোর্স।
সোমবার (১৩ জানুয়ারি)
দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন দত্তের
নেতৃত্বে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার সহযোগিতায়
টাস্কফোর্সের অভিযানটি পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন দত্ত
বলেন, বুড়িচং উপজেলার পারুয়া এবং কংশনগর চালের মিলগুলিতে অভিযান পরিচালিত
হয়েছে। এই সময় ব্র্যান্ডের নাম নকল করে প্যাকেটজাত করা এবং চালের বস্তায়
মিলগেট মুল্য না লেখাসহ বিভিন্ন অপরাধে ২ টি অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। এর মধ্যে স্বাধীন বাংলা অটো রাইস মিলকে ২০হাজার টাকা
এবং মেসার্স ইউনুস অটো রাইস মিলকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চালের পাইকারি ও খুচরা বাজারে বিশেষ মনিটরিং করা হয়েছে। অন্যান্য দ্রব্যমূল্যের সরবরাহ ও দাম স্বাভাবিক আছে।
অভিযানে ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিমউপস্থিত ছিলো।