প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৪.০১.২০২৫ ১০:৩৯ এএম |
প্লাস্টিক
জমা করে গাছের চারা নেওয়ার সুযোগ করে দিয়েছে দুর্বার বাংলাদেশ নামের একটি
সংগঠন। সোমবার এই সংগঠনটি কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষবিলাস নামের একটি
প্রকল্পের মাধ্যমে গাছের চারা সরবরাহ করছে।
জানা যায়, কুমিল্লায়
প্লাস্টিক মুক্তির পথে পরিবেশ রক্ষায় কাজ করছে বৃক্ষবিলাস। সম্প্রতি,
‘দুর্বার বাংলাদেশ’ সংগঠনটির উদ্যোগে কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠিত হলো
‘বৃক্ষবিলাস’ প্রকল্প। এই প্রকল্পের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজের
শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ তাদের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী জমা করেন
এবং তার বিনিময়ে গাছ গ্রহণ করেন। এর মাধ্যমে কুমিল্লার জনগণ পরিবেশের প্রতি
তাদের দায়বদ্ধতা প্রদর্শন এবং প্লাস্টিক মুক্ত কুমিল্লা গড়ার পদক্ষেপ
নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট্য সমাজসেবক, দানবীর
"সাদমান সারার"। বিশেষ অতিথি ছিলেন 'দুর্বার বাংলাদেশ’ এর চেয়ারম্যান
রাকিবুল ইসলাম রিফাত, পরিচালক আকিব হাসান, সভাপতি অমিত হাসান,সাধারণ
সম্পাদক রেহমান ইরফান, প্রিমা মিত্র, তহিদুল ইসলাম মাহিন, আতাউল্লাহ, আবির
আহমেদ, আলম মহিউদ্দিন আজম, অর্পিতা চক্রবর্তী, অহনা সাহা, বুসরাত জাহান,
ঐশি, ওমর, আশরাফুল, হুমাইরা নিশাত, সামাদ, মিলি দেবনাথ, ফারহানা, রাহিম,
ইমতিয়াজ, সুফিয়ান, শিফা, তানভীর, নাঈম, ইয়াকুব, আনিছ, নাহিদসহ প্রমুখ ।