দুই মিনিটের ঝড়ে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে পুলিশ এফসিও।
ফর্টিসকে হারিয়ে গ্রুপ পর্ব পেরুনোর আশা বাঁচিয়ে রাখল ব্রাদার্স
দারুণভাবে
ছুটে চলা ফর্টিস এফসির লাগাম টেনে ধরল ব্রাদার্স ইউনিয়ন। কষ্টের জয়ে
ফেডারেশন কাপের গ্রুপ পর্ব পেরুনোর আশা জোরালো করল গোপীবাগের দলটি।
‘এ’
গ্রুপের অন্য ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। পিছিয়ে
পড়ার পর শেষ দিকে দুই মিনিটের ঝড়ে ঢাকা ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে
তারা। তাতে পরের ধাপে যাওয়ার আশা বেঁচে আছে পুলিশেরও।
৪ ম্যাচে প্রথম
হারের তেতো স্বাদ পাওয়া ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে আছে শীর্ষে। ৩
ম্যাচে ৬ করে পয়েন্ট বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের। ৪ পয়েন্ট পুলিশের। টানা
তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে ওয়ান্ডারার্সের।
ময়মনসিংহের
রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সের জয়ের নায়ক কাওসার আলি
রাব্বী। ৩৬তম মিনিটে বক্সের ভেতরে সতীর্থের আড়াআড়ি পাস নিখুঁত টোকায় জালে
জড়িয়ে দেন তিনি। ম্যাচের বাকিটা সময় এই গোল আগলে রেখে দ্বিতীয় জয় তুলে নেয়
ব্রাদার্স।
দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় আশা জাগানিয়া
শুরু পেয়েছিল ঢাকা ওয়ান্ডারার্সই। ৪০তম মিনিটে বক্সে শেখ মাহিদ ফাউলের
শিকার পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহাম্মদ ইমনের সফল স্পট কিকে এগিয়ে
যায় ওয়ান্ডারার্স।
শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে দুই মিনিটে দুই গোল করে
ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুলিশ এফসি। ৮৪তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস
আটকাতে পারেননি কোনো ডিফেন্ডার, গোলমুখ থেকে সহজে সমতা ফেরান মান্নাফ
রাব্বী।
এরপর রাজুর গোলমুখে বাড়নো পাস নিয়ন্ত্রণে নেন অরক্ষিত থাকা এসানুর রহমান। নিচু শটে ম্যাচের জয়সূচক গোলটি করেন বদলি নামা এই ফরোয়ার্ড।