‘জ্ঞান-বিজ্ঞানে
করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যে কুমিল্লার তিতাস উপজেলায় ৪৬তম
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি
মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল ও কলেজ মাঠে এ
মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এসময় উপস্থিত
ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা
এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য
ব্যক্তিবর্গ।
পরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা উপজেলার মাধ্যমিক
বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি স্টলের উদ্ভাবনী
বিষয়গুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী
বিভিন্ন প্রযুক্তি প্রকল্প তুলে ধরেন।