কুমিল্লার
দেবিদ্বারের সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সি
বলেছেন, ও গধলড়ৎ তরধ ফবপষধৎব রহফবঢ়বহফবহপব ড়ভ ইধহমষধফবংয, এটিই ছিল
স্বাধীনতার ঘোষণা। যদি শহীদ মেজর জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা
না দিতেন তাহলে বাংলাদেশ কখনই স্বাধীন হতো না। কিন্তু এই স্বাধীনতার ফল খেল
কে! হাসিনা। গত ১৬ বছর হাসিনা এই দেশকে কোথায় নিয়ে গেছে তা আর বলার কিছু
নেই, আপনারা সবই জানেন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সকলে
ঐক্যবদ্ধ হোন, ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিয়ে যান, মুখে বলার দরকার নেই কাজে
প্রমাণ করুন।
মঙ্গলবার (১৪জানুয়ারি) উপজেলা বিএনপির আয়োজনে একটি
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর
থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী
সম্মেলনস্থলে অংশ যোগ দেন।
দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত
সভাপতি মাজেদা আহসান মুন্সীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে সম্মেলনে আরও
বক্তব্য রাখেন বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান
মুন্সী।
ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন, গত ১৬ বছরে
দেবিদ্বারে যারা এমপি হয়েছেন তারা শুধু লুটপাট ও দখল ছাড়া কিছুই করেনি।
নতুন রাস্তা দূরের কথা পুরাতন রাস্তাগুলোও সংস্কার করেনি, স্বাস্থ্যসেবা,
শিক্ষাখাত একেবারেই ধ্বংস করে দিয়েছে। দখলবাজ আর চাঁদাবাজ সৃষ্টি করেছে।
তিনি হুশিয়ার করে বলেন, দেবিদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সির নাম ভাঙিয়ে কেউ
কেউ চাঁদাবাজি করেছে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, কাউকেই ছাড় দেয়া হবে না,
আমার নিকটতম কেউ হলেও। তিনি আরও বলেন, দেবিদ্বার এসএ সরকারি কলেজ একটি
দালাল চক্র দখলে নিয়েছে, এই দালাল চক্রকে বের হবে। তিনি বলেন, দেবিদ্বার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে উন্নিত করেছিল
ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী, এটি দেবিদ্বারে একটি মাইলফলক হিসেবে আছে।
এরপরে গত ১৫ বছরে আওয়ামীলীগের কোন এমপি দেবিদ্বার সরকারি
হাসপাতালে কোন উন্নয়ন আনেনি। দুর্নীতির মাধ্যমে ডাক্তার ও টেকনিশিনদের নিয়োগ দেয়া হয়েছে।
পৌর
বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ সুলতান কবির আহমদের সঞ্চালনায় সম্মেলনে আরও
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো.আবুল কালাম আজাদ,
সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুল, কুমিল্লা উত্তর জেলা মহিলা
দলের সভানেত্রী সুফিয়া বেগম।