প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ১৫.০১.২০২৫ ২:২০ এএম |
কুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার
টাকা জরিমানা করেছে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মঙ্গলবার
চৌদ্দগ্রাম উপজেলার কাইচ্ছুটি এলাকায় একটি সিলিন্ডার গ্যাস সরবরাহকারী
প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই এবং বিসিক এর দুইটি
বেকারী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই
কুমিল্লা কার্যালয় প্রধান কে এম হানিফ জানান, ইউনিভার্সাল গ্যাস এন্ড
গ্যাস সিলিন্ডার লিঃ বিএসটিআই হতে পণ্যের যাচাই ছাড়াই এলপিজি গ্যাস
সিলিন্ডার বিক্রয় করে আসছিলো। যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং
ইনস্টিটিউশন আইনের লংঘন।
তিনি আরো জানান, বাসাবাড়িতে ব্যবহৃত এসব গ্যাস
সিলিল্ডারের প্রেশার, ওজন ও সিলিন্ডারের অবকাঠোমোগত সুরক্ষা নিশ্চিত না
হলে তাতে ঝুঁকি থেকে যায়। কোথাও কোন বিষ্ফোরণের মত দুর্ঘটনা ঘটলে তাতে
প্রাণহানির আশংকাও থাকে। লাইসেন্স বড় বিষয় না- বরং সিলিন্ডারের নিরাপত্তা
নিশ্চিত করে ভোক্তাদের ঝুঁকিমুক্ত রাখার জন্যই তাদেরকে আগেও সতর্ক করা
হয়েছিলো। কিন্তু তারা তা মানে নি এবং লাইসেন্স নেয় নি।
কুমিল্লা
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ
রহমত উল্লাহ প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে কুমিল্লা
বিসিক শিল্প এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য সামগ্রী উৎপাদনের
অভিযোগে হক বেকারী ও গাউছিয়া ফুড ইন্ডাসট্রি নামে দুই প্রতিষ্ঠানকে ৪৫
হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার
সহকারী পরিচালক মোঃ কাওসার মিয়া জানান, অভিযানে গিয়ে দেখা গেছে
বেকারীগুলোতো ময়লাযুক্ত বস্তায় খাদ্যসামগ্রী বানানোর উপকরন রাখা। বিপননের
জন্য প্যাকেটে মেয়াদোত্তীর্ণ হবার তারিখ দেয়া থাকলেও, উৎপাদন তারিখ দেয়া
নেই- আবার কোন কোনটিতে কোন তারিখই পাওয়া যায়নি। যে কারণে ভোক্তা প্রতারণার
বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে ৪৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে ক্যাব ও ছাত্র প্রতিনিধি এবং আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত ছিলেন।