বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ১৫.০১.২০২৫ ২:২১ এএম |

  কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং  ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য  মাইনুদ্দিন আটক


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার আলোচিত ও দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা টাকা ধারালো চাকু জব্দ করা হয়। আটক মাইনুদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুম্বুর এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান। তিনি জানান, ধারালো অস্ত্রসহ এলাকায় প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে। এছাড়াও নানা অপকর্মের কারণে সাম্প্রতিক সময়ে মাইনুদ্দিন ও তার গ্যাং গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে। 
প্রসঙ্গত, গতয়ে কয়েক মাস ধরে কুমিল্লা শহরে আবারও আতঙ্ক হয়ে ফিরে আসে কিশোর গ্যাং সংস্কৃতি। অল্প বয়সী কিশোর-তরুণদের বেপরোয়া তৎপরতায় শহরের বাসিন্দারা তটস্থ। গেলো কয়েক বছরে গ্যাং কালচারে জড়িয়ে পড়া কিশোর-তরুণদের হাতে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভ টিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে এসব গ্যাং। এর মধ্যে সবচেয়ে দুর্র্ধষ হিসেবে আলোচনায় উঠে আসে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এবং ‘ঈগল গ্রুপের’ নাম। 
সর্বশেষ গত ৩ জানুয়ারি বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া কলেজ-সংলগ্ন রানীর দিঘির পাড়ে অস্ত্রের মহড়া দিয়েছে এই দুটি কিশোর গ্যাংয়ের অর্ধশতাধিক সদস্য। এ সময় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এরপর থেকে আবারো কিশোর গ্যাং গ্রুপের আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ বলছেন, আধিপত্য বিস্তার ছাড়াও চুরি-ছিনতাই-চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত রয়েছে এসব গ্যাংয়ের সদস্যরা।















সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২