কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ন্যায়বিচারের দাবিতে বিদ্যালয় সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষে একটি জরুরি মতবিনিময় সভা চলাকালে স্থানীয় মোজাম্মেল হক মন্টু (৫২) ও রেজাউল করিমসহ (২০) অজ্ঞাত ৮/১০ জন লোক প্রধান শিক্ষকের ওপর শারীরিক আক্রমণ চালায়।
জানা যায়, মোজাম্মেল হক মন্টু লাকসাম উপজেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে প্রধান শিক্ষকসহ আরও কয়েকজন শিক্ষককে আহত করে। এ ঘটনায় বিদ্যালয়ে স্থাপন করা সিসি ক্যামেরার ডিভাইসও ক্ষতিগ্রস্ত করা হয়।
অভিযোগে জানানো হয়, বিদ্যালয়ের কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্তরা নিজেদের প্রভাব খাটিয়ে শিক্ষা কার্যক্রমে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে আসছিল।
প্রধান শিক্ষক মুনির আহমেদ মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে দোষীদের দ্রুত সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। শিক্ষকের প্রতি এমন আচরণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষক উৎপল চন্দ্র সাহা এবং সহকারী শিক্ষক সুমিতা রানী সাহাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, "শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের প্রতি এমন আচরণ শুধু নিন্দনীয় নয়, বরং সমাজের মূল্যবোধের অবক্ষয়। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।"
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিক্ষকের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সিসি ক্যামেরার ফুটেজ চিহ্নিত করার কাজ চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে মনোহরঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণের অভিযোগ পেয়েছি। থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।