কবির
হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের
দুবাই প্রবাসী মো.হারুনুর রশিদের স্ত্রী সুমি আক্তার (৪২) আবাদি ভুট্টা
চারা নষ্ট করার প্রতিবাদ করায় একই বাড়ির হায়দার মিয়া ও তার পরিবারের অন্য
সদস্যরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় ভাটিপড়া জয়নাল মিয়ার
বাড়ির সামনে।
এসময় আহত সুমির ডাক চিৎকার শুনে স্থানীয় কাজী শাকিল ও
হিন্দু বাড়ীর লোকজন উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটালে
কর্মরত চিকিৎসক মাথায় ২৫ টি সেলাই দিয়ে ভর্তি দিয়েছেন।
আহত সুমি আক্তার
বলেন, বিকাল আনুমানিক সাড়ে পাঁচ টায় সময় পাশের বাড়ির হায়দার মিয়ার বাড়ির
পাশে আমার ৩০ শতক জমিতে আবাদি ভুট্টা চারা ভেঙ্গে ফেলে হায়দার মিয়া। তখন
আমি স্থানীয় শাহজালাল মেম্বারকে জানালে সাকিলকে সাথে নিয়ে আমার জমিতে গিয়ে
দেখে বলে বিচার করে দিবে। তার কিছুক্ষণ পর হায়দার আলী, ছেলে ফরহাদ, স্ত্রী
লায়লা, ছেলের বউ তাসলিমা সংঘবদ্ধ হয়ে আমাকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে মাথা
ফাটিয়ে দেয় এবং মেয়েকেও মারধর করেছে। তখন আমার ডাকচিৎকার শুনে শাহজালাল
মেম্বার ও সাকিলসহ লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমি এঘটনার
সঠিক বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য মো.শাহজালাল মিয়া ও কাজী শাকিল
বলেন, হারুন মিয়ার স্ত্রী সুমি আক্তার আমাদেরকে জানায় তার জমির ভুট্টা চারা
নষ্ট করে ফেলছে হায়দার মিয়া। আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু চারা ভাঙ্গা দেখতে
পাই এবং বলে আসি বিচার করে দেবো। তারই কিছুক্ষণ পর হায়দার মিয়া সংঘবদ্ধ হয়ে
সুমি আক্তারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তখন আমরা আহত সুমিকে হাসপাতালে
পাঠাই।