কুমিল্লার
নাঙ্গলকোটে দুই নারীকে সমিলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. মহসিন
যুবদলের কোনো সদস্য নন বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। বুধবার
(১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা বিএনপির অস্থায়ী
কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ
উদ্দিন শিবলু।
সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন শিবলু জানান, ৯ জানুয়ারি
নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে স মিলের ভেতরে দুই নারীকে ধর্ষণের
ঘটনায় অভিযুক্ত মো. মহসিনের নাম বিভিন্ন গণমাধ্যমে যুবদল নেতার সঙ্গে
সম্পৃক্ত করা হয়, যা ভিত্তিহীন। নাঙ্গলকোট যুবদলের কোনো কমিটি নেই এবং
প্রাথমিক সদস্য তালিকাতেও তাঁর নাম নেই।
ফরিদ উদ্দিন শিবলু বলেন, যুবদলের কেউ অপরাধে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব,
মো. শাহ আলম, সাইফুল ইসলাম রনি, অ্যাডভোকেট মাসুদ হাসান টিপু, তুষার পাল,
কামাল হোসেন ও সোহেল রানা।