কুমিল্লা
কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও উৎপাদিত
সমবায় সমিতি লিমিটেডের (প্রস্তাবিত) শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৫
জানুয়ারি) সকাল ১২ টা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায়
বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম। পরে বীরচন্দ্র নগর মিলনায়তন আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের
সচিব মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের দেশে এখনো অসংখ্য পরিবার
দরিদ্র অবস্থায় রয়েছে সমবায় সমিতির মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন করতে
পারে, এবং সমবায় সমিতির মাধ্যমে তার মূল্য উৎপাদন করা, সাধারণ সদস্যদের
অধিকার এখনি ফিরিয়ে দেওয়ার এখই সময়, এবং সমবায় সমিতির মাধ্যমে তার রশি শক্ত
করে ধরার এখনই মুখ্যম সময়। কুমিল্লা নগরীর অনেক সম্ভ্রান্ত শালীরা এই
সমবায়ের সদস্য হিসেবে রয়েছেন, আপনাদের হাত ধরে এই সমবায় আরও অনেক দূর এগিয়ে
নিতে পারেন।
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সভাপতি এডভোকেট কাজী
নাজমুস সা'দাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় ,
বাংলাদেশ সমবায় একাডেমির ( অতিরিক্ত নিবন্ধক) কাজী মেসবাহ্ উদ্দীন আহমেদ,
বিভাগীয় সমবায় দপ্তর, চট্রগ্রাম এর যুগ্ম নিবন্ধক মোঃ দুলাল মিয়া, সমবায়
অধিদপ্তর ঢাকা ( পরিকল্পনা ও উন্নয়ন) এর যুগ্ম নিবন্ধক মোহাম্মদ মনিরুল
ইসলাম।
কুমিল্লা উৎপাদন মুখী সমবায় সমিতির সদস্য সচিব মোঃ আব্দুস
ছাত্তার এর উপস্থাপনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা
সমবায় অফিসার মোঃ আল- আমিন, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, সমবায়ী আতাউর রহমান
জুয়েল, সমবায়ী ডা. মজিবুর রহমানসহ কুমিল্লা জেলার ১৭টি উপজেলার অন্যান্য
সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।