‘জ্ঞান-বিজ্ঞানে
করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা
হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে লালমাই উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলার ২৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অংশগ্রহণে
বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : ফাহমিদা আফরোজ, যুব
উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম
প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।