হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে ঘারমোড়া আবুল কাশেম মো. ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টার দিকে বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবীতে এ বিক্ষোভ করেন তারা। এ সময় মিছিল নিয়ে রাস্তার বের হতে চাইলে শিক্ষকরা তাতে বাধা দেয়। তখন তারা কেন্দ্র স্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জানা যায়, ঘারমোড়া আবুল কাশেম মো. ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে ঘারমোড়া,ভাষানিয়া জয়পুর, নিলখী ও আছাদপুর ইউনিয়নের শিক্ষার্থীরা লেখাপড়া করে। বিদ্যালয়ের পাশের হার সন্তোষজনক। এখানে জেএসসি পরীক্ষাকেন্দ্র ছিল। বিদ্যালয়ে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভাল। কিন্তু ঘারমোড়া আবুল কাশেম মো. ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ কিলোমিটার দূরত্বে হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০ কিলোমিটার দুরে রামকৃষ্ণপুর কেবল কৃষ্ণ রাজ কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়। ঘারমোড়া মাধ্যমিক বিদ্যালয় উপজেলার মাঝামাঝি স্থানে অবস্থিত।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন জানান, ৩০০ পরীক্ষার্থী হলে নতুন কেন্দ্রেরর অনুমতি দিতে পারেন। ঘারমোড়া উচ্চ বিদ্যালয় ও কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবছর ৩০০ জনের বেশী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকেন। তাই এই দুই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সুবিধার জন্য ঘারমোড়া আবুল কাশেম মো. ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের নতুন পরীক্ষা কেন্দ্র স্থানের জন্য আবেদন করেছি। এতে সমস্ত শর্তপূরণ করা হয়েছে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি মানবিক কারনে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান মোল্লা তাদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিদ্যালয়ের একাডেমীক ভবনটি তিনতলা বিশিষ্ট সেইসঙ্গে অভিভাবকদের বসার জন্য অতিরিক্ত আরো একটি টিনসেট ভবন থাকায় পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ ভাবেই পরীক্ষা দিতে পারবে। তাছাড়া, বিদ্যালয়টি উপজেলার মধ্যস্থানে হওয়ায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াত ব্যবস্থায় ভাল হবে। সেই বিবেচনায় পরীক্ষা কেন্দ্র হিসাবে ঘারমোড়া উচ্চ বিদ্যালয়টিই সঠিক স্থান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ জানেন, নতুন কেন্দ্র স্থাপনের আবেদনটি সুপারিশ সহকারে নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের এখতিয়ার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের। তাদের আবেদনটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাবোর্ডে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিমের দাপ্তরিক নম্বরে ফোন করে পাওয়া যায়নি। তবে অফিস সূত্রে জানাগেছে নতুন কেন্দ্র স্থাপনের কোন সিদ্ধান্ত এখনো হয়নি।