মানসিক
প্রতিবন্ধি গিয়াস উদ্দিন (৪৫) হারিয়ে গিয়েছে। সে ১২ জানুয়ারী কুমিল্লা সদর
উপজেলার কুচাইতলী এলাকা থেকে হারিয়ে যায়। উক্ত ঘটনায় গিয়াস উদ্দিনের বড়
বোন পারভিন আক্তার কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
জিডি
সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন মানসিক প্রতিবন্ধি। সে চাঁদপুর জেলার
ফরিদগঞ্জ উপজেলার চরকুয়া এলাকার মৃত নুর মোহাম্মদ ও তফুরুন্নেছার পুত্র।
বর্তমানে তার পরিবার জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কুচাইতলী
এলাকায় দইচিড়া গলিতে বসবাস করে আসছে। গিয়াস উদ্দিন তার বোনোর বাসায় দুই
মাস পূর্বে বেড়াতে এসেছিল। ১২ জানুয়ারী সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে আর
ফেরত আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। কোন
স্বহৃদয়বান ব্যক্তি গিয়াস উদ্দিনের সন্ধান পেলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ
করার জন্য অনুরোধ করা হলো: ০১৯১১১৬২৬৩৫।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ফুলহাতা চেক শার্ট, ফুল প্যান্ট ও কালো রংয়ের ব্লেজার। তার উচ্চতা ৪ফুট ৬ইঞ্জি এবং সে ফর্সা।