প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ১৭.০১.২০২৫ ১:৪৯ এএম |
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার বাসিন্দা, মহানগর যুবদলের
যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান পিয়াল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া
লিল্লাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া
বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।
কুমিল্লা জিলা স্কুল এসএসসি ’৮৯
ব্যাচের শিক্ষার্থী পিয়ালের মৃত্যুতে বন্ধু মহল, রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক
সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের শোকের ছায়া নেমে আসে।
এদিন বাদ মাগরিব
পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে আশরাফুজ্জামান পিয়ালের জানাজা অনুষ্ঠিত
হয়। জানাজায় পিয়ালের বাল্যবন্ধু দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর,
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির
আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ রাজনৈতিক সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এদিকে
আশরাফুজ্জামান পিয়ালের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক তার বাসায় গিয়ে
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের
সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ নেতৃবৃন্দ।
অপরদিকে বাল্যবন্ধু পিয়ালের
মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে সঙ্গীত শিল্পী
আসিফ আকবর। তিনি লিখেছেন- ‘কুমিল্লা জিলা স্কুল ৮৯ ব?্যাচ এর প্রিয় বন্ধু
আশরাফুজ্জামান পিয়াল হার্ট অ?্যাটাকে আজ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিয়াল আমাদের প্রয়াত শিক্ষক আবদুস সাত্তার
স?্যারের সন্তান।’
‘আমাদের বন্ধুমহলে সবচেয়ে হাসিখুশী রসিক মানুষ ছিল
পিয়াল। গতকাল রাতেও তার সাথে কথা বলেছি। আজ তাকে দাফন করতে হবে। এটাই
নিয়তি। যতদিন বেঁচে থাকবো তাকে একমূহুর্তের জন?্য ভুলতে পারবো না। বন্ধু
পিয়ালের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক বইবার
শক্তি দিন। আমিন।’