নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯ জন; এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে চলতি বছরের প্রথম ১৭ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯১ জন। এ সময়ে সাতজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১১ জন, ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১১৬ জন।
বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সে বছর সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।
২০২২ সালে সারাদেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।