কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর ইউনিয়ন দুলালপুর মৈশানবাড়ী থেকে গতকাল
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে কেচি গেট তালা ভেঙে ঘর থেকে একটি কালো
রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চুরেরা।
এ ব্যপারে
মোটরসাইকেলের মালিক মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় চোরদের
বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। মোটরসাইকেলের মালিক বলেন, আমি রাত
১০ টার দিকে ঘরে মোটরসাইকেল রেখে ঘুমিয়ে যাই।রাত ১০ টার পর থেকে যে কোন সময়
চোরেরা ঘরের কেচি গেটের দুটি তালা ভেঙে রাতে যে কোন সময় কালো রংয়ের
মোটরসাইকেলটি নিয়ে যায়। যার নাম্বার কুমিল্লা - ল- ১২-৩৯০৫ ইঞ্জিন নং-
উঐণডঔগ৯৯৩২৩,চেসিস নং- গউ২অ১১ঈণ৭ঔডগ৯১৪২৬,