প্রদীপ
মজুমদার : কুমিল্লার লালমাইয়ে ইয়াবা হোম ডেলিভারি দেওয়ার সময় মেহেদী হাসান
রাব্বি (২৮)নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৬
জানুয়ারি দিবাগত রাত ৩ টায় উপজেলার বলিপদুয়া থেকে ৩ পিচ ইয়াবা ডেলিভারি
দেওয়ার সময় পুলিশ হাতেনাতে তাকে ধরে। শুক্রবার ১৭ জানুয়ারি ভ্রাম্যমাণ
আদালত বসিয়ে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ।
লালমাই থানা পুলিশের এ
এস আই নজরুল ইসলাম বলেন, ভূলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা গ্রামের আলমগীর
হোসেনের ছেলে মেহেদী হাসান রাব্বি দীর্ঘদিন ধরে ইয়াবা ফেরি করে ও হোম
ডেলিভারি করে বিক্রি করে আসছিলো। সে নিজেও সেবন করে। বৃহস্পতিবার রাতে
উপজেলার বলিপদুয়া গ্রামে হোম ডেলিভারি দিতে গেলে পুলিশ তাকে আটক করে।
লালমাই
উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ বলেন আটককৃত রাব্বি ইয়াবা সেবন ও হোম
ডেলিভারি দেওয়ার কথা আদালতে স্বীকার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে
তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হয়ে মাদক
বিক্রেতা ও সেবনকারীদের ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে বলেন।
মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা বলে জানান।