কুমিল্লার
চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে মোঃ রাজিব ও শাহীন নামে দুই যুবলীগ
কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই ক্যাডার উপজেলার গুণবতী ইউনিয়নের
বাসিন্দা। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম সেনা
ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মাহিন।
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে
জানা গেছে, যুবলীগ ক্যডার রাজীব ও শাহীন শনিবার আ’লীগের সভাপতি শেখ হাসিনা
কর্তৃক ঘোষিত হরতাল কার্যকর করার জন্য স্থানীয়ভাবে সহিংস পরিকল্পনার
নেতৃত্ব দিচ্ছিল। তার দায়িত্ব ছিল দলীয় ক্যাডারদের একত্রিত করে হরতালের দিন
সহিংসতা সৃষ্টি করা।স্থানীয়ভাবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে
তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে
হরতাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। রাজিব একজন শীর্ষ
মাদক সম্রাট এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২০২১
সালের একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। শাহীনও মাদক ব্যবসা এবং
সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল বলে জানা গেছে।
সেনাবাহিনীর অভিযান শুধু সন্ত্রাসী কার্যক্রম রোধেই নয়, রাজনৈতিক সহিংসতা
ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী রাজিব ও শাহীন নামে দুই
যুবলীগ নেতাকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা
রয়েছে’।