সেনাবাহিনীর
অভিযানে গ্রেপ্তার হওয়ার পর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব
সম্পদ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ
সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪
টায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ৬ এর বিচারক তামান্না ইয়াছমিন। তাকে বিশেষ ক্ষমতা
আইনের দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শুক্রবার রাতে
সেনাবাহিনীর একটি দল কুমিল্লা শহরের মোগলটুলী এলাকাস্থ কবির শিকদারের নিজ
বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ওই সময় কবির শিকদার নিজের
ফ্ল্যাটেই ছিলেন। পরে তাকে ভোর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর
করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ওসি মাহিনুল ইসলাম। ওসি মাহিনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে
সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় পুলিশের কাছে হস্তান্তর
করে। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকাল তিনটার দিকে কবির
শিকদারকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কুমিল্লা
মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ
ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে
শুক্রবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ৬ এ
নেওয়া হয়। দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানা হয়েছে। কুমিল্লা কোতয়ালী
মডেল থানায় গত ১০ অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ২৭ এবং ১৫
অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ৪৫ এ তাকে গ্রেপ্তার
দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।