কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর মডার্ণ মাদরাসার অভিভাবক
সমাবেশ ও দৌলতপুর ইসলামী পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার
মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের
পরিচালক মুফতি মাওলানা সাহাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম সরকারি
কলেজের সাবেক ভিপি সাহাব উদ্দিন। কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা
হাছান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ
সম্পাদক বেলাল হোসাইন, আলহাজ¦ নূর বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মহিবুল্লাহ,
দৌলতপুর মডার্ণ মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, ডাঃ মফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রুহুল আমিন। অভিভাবক
সমাবেশ শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে দৌলতুপর ইসলামী পাঠাগারের উদ্বোধন করেন।
ইমাম হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবীদ, রাজনৈতিক
ও সামাজিক নেতৃবৃন্দসহ মাদরাসার কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও
শিক্ষকবৃন্দ।
অভিভাবক সমাবেশে অতিথিবৃন্দ বলেন, কোমলমতি শিশুদের মোবাইল
থেকে দূরে রাখতে হবে। বাবা-মায়েরা মোবাইল দিয়ে বাচ্চাদেরকে আদর যত্ন থেকে
বঞ্চিত করছে। এটা ঠিক নয়। দৌলতপুর মডার্ণ মাদরাসা আধুনিকতার সাথে তাল
মিলিয়ে আনন্দের সাথে লেখাপড়ার ব্যবস্থা করছে। এক কথায়-শিশুদেরকে বই পড়ার
অভ্যাস গড়তে অভিভাবকরা অগ্রনী ভুমিকা পালন করতে হবে।