বুধবার ২২ জানুয়ারি ২০২৫
৯ মাঘ ১৪৩১
ব্রাহ্মণপাড়ায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম |


 ব্রাহ্মণপাড়ায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক




কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা অবধি শীতকে উপেক্ষা করে ধানের চারা রোপন করছে কৃষক। পানি সেচ দেওয়া,জমি চাষাবাদ, আগাছা পরিস্কার, মই দিয়ে জমি সমান করা, সার ছিটানো, বীজতলা থেকে চারা তোলা, চারা রোপন করাসহ কৃষাণ কৃষাণীরা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছে।
এ উপজেলার অনেক জমি নিচু হওয়ার কারণে ইরি বোরো ব্যতিত অন্যান্য ফসল তেমন হয়না। এ সকল জমিতে একমাত্র ফসল হয় ইরি বোরো। ফলে এসব জমিতে অন্যান্য ধানের তুলনায় ইরি বোরো দুই থেকে তিন গুণ বেশি ধান উৎপাদন হয়। এছাড়া এবছর বন্যা হওয়াতে জমির মধ্যে পলি পড়েছে, ফলে অধিক ধান উৎপাদনে আশাবাদী কৃষকরা। উপজেলায় ইরি বোরো ধানের মধ্যে হাইব্রিড ও উফসী জাতের ধান বেশি আবাদ হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ৮ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের কৃষকেরা ধান রোপনে ব্যস্ত। নিচু জমিতে আগাম ইরি বোরো রোপন করছে কৃষকেরা। কারণ অনেক সময় আগাম বৃষ্টি ও বন্যার ফলে নিচু জমির ফসল ডুবে পঁচে নষ্ট হয়ে যায়।
চান্দলা এলাকার কৃষক মানিক মিয়া বলেন, প্রতি বছর ইরি বোরো ধানের চাষ করি। এ বছর ৪০ শতাংশ জমিতে ইরি ধান রোপন করছি। সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় অধিক খরচ হচ্ছে। ফসল ভাল হলে আমার পরিবারের বছরের চালের জোগান হয়ে যাবে।
ধান্যদৌল এলাকার কৃষক আশিক বলেন, আমাদের এলাকায় জমি গুলো নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে বন্যা হয়ে যায়, এছাড়া ভারত থেকে উজানের পানি চলে আসে। তাই এ বছর একটু আগে ইরি ধান রোপন করেছি। এ বছর বন্যায় জমিতে পলি পরেছে, আশা করি ফসল ভাল হবে। 
সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, এ বছর গোমতী বাঁধ ভেঙে আমাদের জমি তলিয়ে গিয়ে আউশধান ঘরে তুলতে পারিনি। এর পর জমি খালি ছিল। এখন বোরোধান চাষের জন্যে জমি প্রস্তুত করেছি। বর্তমানে আমি এ বছর ১৪৫ শতাংশ জমিতে বোরোধান চাষ করবো।এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ জমিতে বোরোধান চাষ করেছি। বাকি জমি প্রস্তুত করছি আশাবাদী দুই চার দিনের মধ্যে চাষাবাদ শেষ করতে পারবো।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা বলেন, উপজেলায় হাইব্রিড, উফসী এবং স্থানীয় জাতের ধান আবাদ হচ্ছে। এ উপজেলাতে এই বছর লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫শত ৭১ হেক্টর। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অর্জিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
















সর্বশেষ সংবাদ
বিয়ে করতে আর কর দিতে হবে না
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
গোমতী নদীর ভাঙ্গনে বিলীন ফসলী জমি বাড়ীঘর
‘দেশের প্রয়োজনে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা সশস্ত্রবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে’
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
কুমিল্লায় বাড়বে দুই লাখ ৩৮ হাজার নতুন ভোটার
আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন
বিপুল পরিমাণফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২