নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসন ও
সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস.এ, আর.এম.
শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট
অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে
সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন জানান, জনগণের চলাচল বিঘ্ন
করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত
ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা
হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট
বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর
হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে
এদিকে সেনাবাহিনী
কুমিল্লা সদর ক্যাম্প ২৩ বীরের পক্ষ থেকে জানানো হয়েছে-আদর্শ সদরে শনিবার
সকালে ২৩ বীরের নেতৃত্বে একটি সফল অভিযানে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায়
অবৈধভাবে নির্মিত বাঁশের গেট অপসারণ করা হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া এই
যৌথ অভিযানে বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক সমর্থকদের দ্বারা তৈরি
বাঁশের গেট অপসারণ করা হয়।
কিছুদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে এ
ধরনের গেট নির্মাণ করা হয়, যা সড়ক সংকুচিত করে ট্রাফিক জ্যামের সৃষ্টি
করছিল এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছিল।
২৩ বীরের টহল দল নির্বাহী
ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশন এবং পুলিশ বিভাগের সহযোগিতায় এই অভিযান
পরিচালনা করে। অভিযানের পাশাপাশি তারা শহরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও
নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে।
২৩ বীরের এই উদ্যোগ কুমিল্লা
শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত
হচ্ছে। এটি জনগণের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং শহরের নিরাপত্তা
নিশ্চিত করার ক্ষেত্রে ২৩ বীরের সফলতার আরও একটি উদাহরণ হয়ে থাকবে।