এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে কুমিল্লায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৭ বালক-বালিকাদের গোল্ডকাপ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ নারীরা আমাদের অনুপ্রেরণা। নতুন বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিবে এ ক্রীড়াঙ্গণ। অনুর্ধ্ব ১৭ বালক-বালিকারা সম্ভাবনাময়। ক্রীড়ার এ ধারা অব্যাহত রাখতে চাই।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, বালক ও বালিকাদের পৃথক ভাবে ১৭ম্যাচের এ খেলার ফাইনাল ম্যাচ হবে ২৫ জানুয়ারি। প্রথম দিনে বালকের চারটি ম্যাচে আদর্শ সদর উপজেলার সাথে মেঘনা, তিতাস উপজেলার সাথে মুরাদনগর, হোমনা উপজেলার সাথে দেবিদ্ধার, দাউদকান্দি উপজেলার সাথে চৌদ্দগ্রাম,
খেলার প্রথম দিনে বালিকাদের চারটি ম্যাচে আদর্শ সদর উপজেলার সাথে মেঘনা উপজেলার লড়াইয়ে আদর্শ সদর উপজেলার জয় হয়। তিতাসকে হারিয়েছে মুরাদনগর, দেবিদ্ধার থেকে জয় ছিনিয়ে নিয়েছে হোমনা, দাউদকান্দির সাথে চৌদ্দগ্রামের মেয়েদের জয়।
অপর দিকে অনুর্ধ্ব ১৭ বালকদের চারটি ম্যাচে মেঘনাকে হারিয়েছে আদর্শ সদর, তিতাস উপজেলাকে হারিয়েছে মুরাদনগর, হোমনাকে হারিয়েছে দেবিদ্ধার ও চৌদ্দগ্রামকে হারিয়েছে দাউদকান্দি।