কুমিল্লায় সিটি করপোরেশনের কর্মী, শিক্ষানবীস আইনজীবী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা
কোতয়ালী মডেল থানার গত ১৫ জানুয়ারির ১১৩৮ নম্বর জিডি সূত্রে জানা যায়,
শিক্ষক পরববারের সন্তান মানবাধিকার কর্মী, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ
কনস্ট্রাকশন (প্রাইভেট/ব্যক্তিগত) একক স্বত্বাধিকারী শুভ্র।
এছাড়া
তিনি শিক্ষানবিস আইনজীবী হিসেবে কুমিল্লা আদালতে কর্মরত, পাশাপাশি
সাংবাদিক হিসেবে লেখালেখি করে আসছেন। তাকে ও তার পরিবারকে মানসিক ও শারীরিক
ভাবে অজ্ঞাত ব্যক্তিরা নানাভাবে হয়রানি করে আসছে। এ প্রেক্ষিতে তিনি
কুমিল্লা আদালতে দ্রুত বিচার ট্রাইবুনালে সিআর ৩৬/২৪ ও কোতয়ালী মডেল থানায়
গত ১৪ নভেম্বর মামলা নং ৪১ মামলা দায়ের করেন।এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ
প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা চেয়ে একাধিক বার আবেদন করেন।তার দায়ের কৃত
মামলা প্রত্যাহারের জন্য অজ্ঞাত আসামীরা তার ব্যাবহ্নত দুটি মোবাইল চুরি
করে নিয়ে যায় এবং মোবাইলে থাকা ফেইসবুক, হোয়াটসঅ্যাপ,ম্যাসেঞ্জারের
পাসওয়ার্ড নিয়ে, তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে।এখন মামলা
প্রত্যাহারে জন্য ০১৯৭১....৮৪ ও ০১৭০৪..৬১ নাম্বার দিয়ে মামলা প্রত্যারের
জন্য হুমকি দামকি দিচ্ছে নতুবা তাকে ও তার পরিবারকে মানসিক ও শারিরীক ভাবে
ক্ষতিগ্রস্ত করবে বলে জানায়। এ নিয়ে ভীত-সন্ত্রস্ত শুভ্র নিজের নিরাপত্তা
চেয়ে ও অজ্ঞাত ব্যাক্তিদের হয়রানী থেকে বাচার আকুতি জানান প্রশাসনের কাছে।
এ
বিষয়ে মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন,আমার মোবাইলের সকল ডিভাইস চুরি করে
আমাকে নানাভাবে হয়রানি করে আসছে একটি চক্র, আমি তাদের আইনের আওতায় এনে
বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে।আমি ২০১৭
সাল থেকে এরকম ভাবে ছুরিকাহত হয়ে হুমকি দামকির স্বীকার হয়ে আসছি।
কুমিল্লা
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন, মওদুদ শুভ্র
অভিযোগ এর বিষয়ে ঘটনার মামলা রেকর্ড করা হয়।অভিজুক্ত অপরাধীদের বিরুদ্ধে
তদন্ত চলছে খুব দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের চেষ্টা
চালানো হচ্ছে।