কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা
সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বুড়িচং মডেল একাডেমীর এস.এস.সি-২০২২ ব্যাচের
মেধাবী ছাত্র মোঃ সাজ্জাদ হোসেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ
মেধা তালিকায় (৬৩১ তম)এবং কাজী সানাউল করিম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে
এ মেধা তালিকায় (১৯৬৯ তম) এ চান্স পেয়েছে। দু'জন কৃতি শিক্ষার্থীকে প্রধান
শিক্ষকসহ বুড়িচং মডেল ট্রাস্ট এবং বুড়িচং মডেল একাডেমি পরিবারের পক্ষ
থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।