মহান
স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দাউদকান্দি
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট
ড. খন্দকার মারুফ হোসেন।
রবিবার বিকেলে গৌরীপুর বিএনপি কার্যালয়ে এতে
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং সঞ্চালনায়
ছিলেন সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসেম
চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন আহমেদ। এসময় দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।