কুমিল্লার চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে গ্রাম বাংলার ঐতিহ্য শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে প্রতিষ্ঠানের ছাত্রীদের তৈরি করা নানা পদের পিঠার পসরা সাজিয়ে বিক্রি করা হয়।
রবিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম। এ উৎসবে বাহারী পিঠার সমাহারে সংশ্লিষ্ট ছাত্রীদের ধন্যবাদ জানান তিনি।
ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ক্রীড়া বিভাগের প্রধান ইলিয়াস উদ্দিন ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মো. জহিরুল ইসলামের ব্যবস্থাপনায় এতে ১৩টি স্টল দিয়ে অংশ গ্রহণ করে প্রতিষ্ঠানের ছাত্রীরা।
এসময় উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, মাসুদুর রহমান, আলমাহমুদ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সোমা রাণী, শাহজালাল, মুন্না চক্রবর্তী, জেসমিন আক্তার, মানসুরা আক্তার, নিগার সুলতানা নিঝুম, মোশাররফ হোসেন, ফয়সাল আহমেদ রাজিব, জামিলা আক্তার, নাসরিন আক্তার, মজিবুল বাশার, মাসুম আহমেদ, অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।
উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল ভাজাকুলি, জামাই পিঠা, কুটুম পিঠা, হৃদয় হরণ পিঠা, গোলাপ পিঠা, সুন্দরী কমলা, নকশি দোপাটি ঝিনুক, ভেজানোনকশি পিঠা ইত্যাদি। প্রতিষ্ঠানের সকল শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে প্রতিষ্ঠানের মাঠে দিন ব্যাপী শীতকালীন পিঠা উৎসব চলে। উৎসবে সারা বাংলার বিভিন্ন প্রান্তের নানা রকম পিঠা দেখে শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই উচ্ছ্বসিত ছিল। এতো সুন্দর আয়োজন দেখে পুরো ক্যাম্পাস জুড়ে আনন্দের হিল্লোল ছিল সারাদিন।