বুধবার ২২ জানুয়ারি ২০২৫
৯ মাঘ ১৪৩১
চৌদ্দগ্রামমোবাইল দোকানে চুরি!
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:৪৬ এএম |






চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে মোবাইল পয়েন্ট এন্ড সার্ভিসিং সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে পাঁচটায় থানা থেকে মাত্র ২’শ গজের মধ্যে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সংঘবদ্ধ চোরচক্র কলাপসিবল গেইট ও সাটারের চারটি তালা কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। 
সরেজমিন পরিদর্শনকালে দোকান মালিক পৌর এলাকার চান্দিশকরা গ্রামের মাসুদুর রহমান বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে বাজারের এনআরবিসি ব্যাংকের বিপরীতে জুলু মিয়ার মার্কেটের নিচতলায় আমার মালিকাধীন মোবাইল পয়েন্ট এন্ড সার্ভিসিং সেন্টার বন্ধ করে বাড়িতে যাই। রোববার সকাল ৯টায় বাজারে এসে দেখি, দোকানে প্রবেশের সব তালা ভাঙ্গা। পরে সিসিটিভিতে দেখা যায়, সংঘবদ্ধ চোরচক্র মুখোশ পড়ে ভোর ৫টা ৩৫মিনিটের সময় দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় তারা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও দোকানে থাকা বিভিন্ন কোম্পানীর ৫০ হাজার টাকা মূল্যের রিচার্জ কার্ড, দোকানের আসবাবপত্র ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়। খবর পেয়ে আশ-পাশের ব্যবসায়ী, পথচারী ও সচেতন মহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে চৌদ্দগ্রাম থানা থেকে ২’শ গজের মধ্যেই মোবাইল দোকানে চুরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। 
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটি না থাকায় বাজারে চুরি বেড়েছে। এক্ষেত্রে উপজেলা, থানা প্রশাসন ও সচেতন ব্যবসায়ীবৃন্দ উদ্যোগ নিয়ে বাজার কমিটি গঠন করে নাইট গার্ডের ব্যবস্থা করলে চুরিসহ অনেক অপরাধ কমে যাবে। 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত মোঃ আবদুল্লাহ রোববার বিকেল চারটায় বলেন, ‘এই মাত্র বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবো’। 














সর্বশেষ সংবাদ
বিয়ে করতে আর কর দিতে হবে না
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
গোমতী নদীর ভাঙ্গনে বিলীন ফসলী জমি বাড়ীঘর
‘দেশের প্রয়োজনে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা সশস্ত্রবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে’
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
কুমিল্লায় বাড়বে দুই লাখ ৩৮ হাজার নতুন ভোটার
আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন
বিপুল পরিমাণফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২