কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় রান্না করতে গিয়ে আগুন লেগে বীথি নামে এক গৃহবধূর মৃত্যু
হয়েছে। গত শনিবার রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দুপুরে গৃহবধূ বীথি (২২) রান্না
করতে গিয়ে তার পরিহিত কাপড়ে আগুন লেগে শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে
স্বজনরা তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার
অবস্থা অবনতি দেখে ঢাকা শেখ হাসিনা বান ও প্লাস্টিক ইনস্টিটিউট পাঠানো হলে
চিকিৎসারত অবস্থায় সে শুক্রবার রাতে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের
ছায়া নেমে আসে। বীথি উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া গ্রামের জামসেদ আলমের
স্ত্রী ও তার একটি কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান
মনির হোসেন চৌধুরী জানান, রান্না করতে গিয়ে জামসেদের স্ত্রী শরীরে আগুন
লেগে প্রায় অংশ পুড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠালে
চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ বীথির মারা যায়। তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া
নেমে আসে।